মধ্যরাতে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকের মৃত্যু

রাজধানীর খিলক্ষেত এলাকায় রাস্তায় বিকল হয়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা মেরামতের সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় মূহুর্তেই জীবন গেল শহিদুল নামে এক চালকের। পরে ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে খিলক্ষেতে হোটেল না মেরিডিয়ানের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। বিকল হয়ে যাওয়া সিএনজি অটোরিকশা মেরামত করছিলেন চালক শহিদুল।

জানা গেছে, নিহত অটোরিকশা চালক শহিদুল রাজধানী রামপুরায় থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

পুলিশ জানিয়েছে, রাস্তার পাশে থাকলেও পেছন থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক শহীদুল ও সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে মুহূর্তে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটির পেছনের অংশ। এতে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান শহিদুল।

ট্রাকটি সেখান থেকে পালিয়ে কিছুদূর আসার পর সেটিকে জব্দ করে স্থানীয়রা। পরে পুলিশের সোপর্দ করা হয় ট্রাক চালককে।