আমাজনে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজন রাজ্যে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১২ জন যাত্রী এবং দু’জন ক্রু সদস্য রয়েছেন। শনিবার আমাজন রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের বার্সেলোস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে রয়টার্স।
গভর্নর উইলসন লিমা এক্স(সাবেক টুইটার)বার্তায় বলেন, দুর্ঘটনায় ১২ যাত্রী এবং দুই ক্রু নিহত হয়েছেন। বিমানের কেউ বেঁচে নেই বলেও জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। বিমানটি মানাউস থেকে বার্সেলোসে যাচ্ছিল।

বিমানের ১২ আরোহী ও দুই ক্রু সদস্যের মৃত্যুতে তিনি শোকপ্রকাশ করেছেন। বলেন, শুরু থেকেই আমাদের টিমের সদস্যরা প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমার সমবেদনা।
এক বিবৃতিতে মানাউস অ্যারোট্যাক্সি বিষয়টি নিশ্চিত করেছে।