রাউজানে গভীর রাতে মাদক সেবী সুইপার সেলিমের হামলা আহত ২

শফিউল আলম, সংবাদদাতা রাউজান : রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম ওয়াহেদের খীল এলাকায় সরকারী খাস টিলা ভুমিতে শতাধিক পরিবার বসতবাড়ী গড়ে তোলে । সরকারী খাস জমিতে বসবাসকারী ভুমিহীন পরিবারের সদস্যরা প্রতিনিয়ত মাদকসেবী সুইপার সেলিম ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে । মাদকসেবী সেলিম রাউজান থানায় সুইপার পদে চাকুরী করেন। রাউজান থানায় সুইপার পদে চাকুরী করার সুবাদে থানায় উদ্বার করা পাহাড়ী চোলাই মদ গাজাঁ থেকে চুরি করে পাহাড়ী চোলাই মদ ও গাজাঁ নিয়ে নিজেই সেবন করে তার সহযোগীদের কাছে বিক্রয় করে আসছে বলে এলাকার বাসিন্দ্বারা অভিযোগ করেন । মাদকসেবী সুইপার সেলিম এলাকার মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা করে মাদক ব্যবসায়ীদের মাদক পাচার ও মাদক বিক্রয়ে সহায়তা করে আসছে বলে এলাকার বাসিন্দ্বাদের অভিযোগ । প্রতিদিন রাতেই মাদকসেবী সুইপার সেলিম থানা থেকে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম ওয়াহেদের খীল এলাকায় সরকারী খাস টিলা ভুমিতে তার ঘরে গিয়ে মাদক সেবন করে তার সহযোগীদের নিয়ে । মাদকসেবন করে সুইপার সেলিম তার সহযোগীদের নিয়ে এলাকায় মাতলামী করে বেড়ায়। আতশবাজী ফুটিয়ে সুইপার সেলিম ও তার সহযোগীরা এলাকার বাসিন্দ্বাদের মধ্যে আতংক সৃষ্টি করে। মাদকসেবী সেলিম ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ট হয়ে ৫টি পরিবার তাদের বসতঘর ছেড়ে পালিয়ে গেছে । মাদকসেবী সুইপার সেলিম ও তার সহযোগীদের অত্যাচার নির্যাতনের বিষয়ে এলাকার বাসিন্দ্বা আবদুর রহিম ও তার স্ত্রী শানু আকতার রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীর কাছে অভিযোগ দিলে, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী মাদকসেবী সেলিমকে ডেকে এলাকায় মাদক সেবন, মাদক বিক্রয় করা থেকে বিরত থাকার জন্য সর্তক করেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাদকসেবী সুইপার সেলিম তার সহযোগীরা গত ১৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ১ টার সময়ে হাতে কিরিচ ও ধারালো দা নিয়ে আবদুর রহিমের ঘরে হামলা করেন । মাদকসেবী সুইপার সেলিম ও তার সহযোগীরা আবদুর রহিমের ঘরের দরজা ভেঙ্গে তার ঘরে প্রবেশ করে আবদুর রহিম ও তার স্ত্রী শানু আকতারকে বেদমভাবে প্রহার করে। মাদকসেবী সুইপার সেলিম ও তার সহযোগীদের হামলায় আবদুর রহিম মারাত্বকভাবে আহত হয় । এঘটনার সময়ে আবদুর রহিম ও তার স্ত্রী শানু আকতারের শোর চিৎকারে এলাকার বাসিন্দ্বারা ঘর থেকে বের হয়ে পুলিশের সহায়তা চেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। ৯৯৯ নম্বরে ফোন করার পর রাউজান থানা পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক সেবী সুইপার সেলিম ও তার সহযোগীরা তাদের হাতে থাকা কিরিচ, দা ফেলে ও একটি মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় । আহত আবদুর রহিম ও তার স্ত্রী শানু আকতার রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ীতে গিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছেন । আহত আবদুর রহিম ও তার স্ত্রী শানু আকতার বলেন, গভীর রাতে মদ্যপায়ী সুইপার সেলিম তার সহযোগীদের নিয়ে আমার ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাদের বেদম প্রহার করে। এ ব্যাপারে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বলেন মাদকসেবী সেলিম রাউজান থানায় সুইপারের চাকুরী করার সুবাদে এলাকায় মাদকের আস্তানা গড়ে তোলেছেন । মাদকসেবী সেলিম ও তার সহযোগী মাদক ব্যবসায়ীদের অত্যাচারে এলাকার বাসিন্দ্বারা অতিষ্ট হয়ে উঠেছে । এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, রাতেই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেলিম ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারেনি পুলিশ । আহত ব্যক্তিরা এখনো ঘটনার বিষয়ে রাউজান থানায় কোন অভিযোগ করেনি । অভিযোগ করলে মাদকসেবী সেলিম ও তার সহযোগীদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।