‘কালোবাজারি লোক থেকে মুক্ত হতে চাই’

‘গানে বাঁচি, গানে আটকে আছি’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি খোলা চিঠি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ সংগীতশিল্পী মুহিন খান। যেখানে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত আধুনিক গানের সংগীতশিল্পী হওয়ার দীর্ঘ ১২ বছর পরও ডাক না পাওয়ার আক্ষেপের কথা উঠে এসেছে। একইসঙ্গে সংগীতকে দলীয়করণ এবং সংগীত-সংশ্লিষ্টদের ক্ষতি করার চেষ্টায় জড়িত থাকার বিষয় খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন এই গায়ক। সম্প্রতি নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি লেখেন, গানে বাঁচি, গানে আটকে আছি। এবার প্রধানমন্ত্রী বরাবর দরখাস্ত লিখছি। আমি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত আধুনিক গানের কণ্ঠশিল্পী হওয়ার দীর্ঘ একযুগ পূর্তি হয়েছে ক’বছর আগে। তবে এই একযুগেও আমাকে ডাকা হয়নি। তালিকা অনুযায়ী বাৎসরিক অনুষ্ঠান পাওয়ার কথা, সেটাও দেয়া হয় না। কারা এ ধরনের কাজ করতে পারেন, আমার জানা দরকার এবং কিছুটা জানিও, নাম প্রকাশ করবো খুব শিগগিরই। তিনি লেখেন, আমি জানতে চাই গত ১২ বছর তো ডাকলেন না ঠিক আছে।

কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত হওয়ার পরও যারা এ ধরনের কালো তালিকা করে দেশের সংগীত ও সংস্কৃতিকে দলীয়করণ করতে চান তাদের বলছি, মনে রাখবেন, এই আপনাদের জন্যই বার বার এদেশের শিল্পীদের দলীয়করণ করে অবরুদ্ধ করা হয়, হচ্ছে। পুরস্কারপ্রাপ্তির সময় সেই মানুষগুলোর সুন্দর চেহারা দেখেছি; আপনাদের জন্য তবুও দোয়া। আমি দরখাস্ত লিখবো এবং সেইসঙ্গে এই কালো মানুষগুলো যেন তাদের ভুল থেকে ফিরে আসেন সেই দোয়া করবো। সঙ্গে বলবো, ১০ শতাংশ কর কর্তন না করে সব শিল্পীদের সম্মানী অন্তত পাঁচ গুণ বৃদ্ধি করা হোক। এই কালোবাজারি লোক থেকে সত্যি আমরা শিল্পীসমাজ মুক্ত হতে চাই। মনে রাখবেন মানুষের হক মেরে খেলে আপনার একদিন একই অবস্থা হবে।