চট্টগ্রামকে ধন্যবাদ জানালেন শাহরুখ!

বর্তমানে বিশ্বজুড়ে চলছে ‘জওয়ান’ ঝড়। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতসহ বাংলাদেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি। নিজ দেশের হলে বসে শাহরুখ খানের সিনেমা দেখে খুশি চট্টগ্রামবাসী। বাংলাদেশি ভক্তদের এই উন্মাদনা চোখে পড়েছে খোদ শাহরুখেরও। আর সেই আনন্দে এবার চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন বলিউড বাদশাহ!

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে নিজের টুইটারে চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানিয়ে অভিনেতা লেখেন, ‘থ্যাংক ইউ চট্টগ্রাম’।

‘চট্টগ্রাম এসআরকে ইউনিভার্স টিম’ নামে ফ্যান দলটি শাহরুখের ছবি আঁকা টি-শার্ট পরে প্রেক্ষাগৃহে ভিড় জমান। এমনকি হাতে শাহরুখ খানের পোস্টার নিয়ে র‌্যালিও করেছেন ফ্যান দলের সদস্যরা।

নিজের দেশের বাইরে ভক্তদের এমন ভালোবাসা দেখে ব্যাপক আবেগী হয়ে চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানান শাহরুখ খান। আর বলিউড বাদশার কাছ থেকে এমন বার্তা পেয়ে উচ্ছ্বসিত চট্টগ্রামের শাহরুখ ভক্তরাও। এরপরই শাহরুখের করা সেই পোস্টে চট্টগ্রামের ভক্তরা ভালোবাসার শুভেচ্ছা ছড়িয়ে দিতে শুরু করে।