মহাকাশে সেলফি তুলল সৌরযান আদিত্য এল-১

মহাকাশে সুপার সেলফি তুলল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল-১। ছবিতে নিজের শরীরের বিভিন্ন অংশ দেখিয়েছে ভারতের সৌরযান। সেইসঙ্গে পৃথিবী এবং চাঁদের ছবিও তুলে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আদিত্য এল-১ এর পাঠানো ভিডিও প্রকাশ করেছে। ক্যাপশনে ইসরো লিখেছে, পৃথিবী ও চাঁদের সঙ্গে সেলফি তুলেছে আদিত্য এল-১।

আদিত্য এল-১ মাত্র ১ শতাংশ পথ পাড়ি দিয়েছে। এর মধ্যেই মহাকাশ থেকে তার তোলা প্রথম ছবি পাঠালো। সৌরযানটির পুরো পথ পাড়ি দিতে চার মাস সময় লাগবে বলে জানিয়েছে ইসরো।

১২৫ দিনের যাত্রা শেষে পৃথিবী থেকে প্রায় ১৫ লাখ কিলোমিটার যাওয়ার পরে ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টের চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপিত হবে আদিত্য এল ১। সূর্য নিয়ে গবেষণায় এটিই ভারতের ইসরোর প্রথম অভিযান। সূর্যকে নিয়ে গবেষণায় এ মিশনের নাম দেয়া হয়েছে সুরিয়া।

গত ২ সেপ্টেম্বর সূর্য অভিযানের জন্য রওনা দিয়েছে ভারতের মহাকাশযান আদিত্য এল-১। এখনও এটি পৃথিবীর কক্ষপথে রয়েছে। ধীরে ধীরে পরিধি বাড়িয়ে প্রবেশ করবে সূর্যের নির্দিষ্ট এলাকায়।

চাঁদে সফলভাবে অবতরণের মাত্র দুই সপ্তাহ পর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের প্রথম সৌর মিশন ‘আদিত্য এল-১’ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করে। মহাকাশযানটির লক্ষ্য সৌরবায়ু ও পৃথিবীতে তাদের প্রভাব অধ্যয়ন করা।