এবার চাঁদের উদ্দেশে পাড়ি দিলো জাপান

চাঁদে অবতরণকারী বিশ্বের পঞ্চম দেশ হতে চলেছে জাপান। কারণ চন্দ্র অন্বেষণে রকেট পাঠাচ্ছে তারা। জাপানিজ অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) জানিয়েছে যে দেশীয় H-IIA রকেটটি বৃহস্পতিবার দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করেছে এবং সফলভাবে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম)-কে উন্মুক্ত করেছে। প্রতিকূল আবহাওয়ার জেরে গত মাসে এক সপ্তাহে তিনবার স্থগিত করা হয়েছে অভিযান।

“মুন স্নাইপার” নামে পরিচিত, জাপানের লক্ষ্য চন্দ্র পৃষ্ঠে তার লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে ‘স্লিম’-কে অবতরণ করা। যা স্বাভাবিকের কয়েক কিলোমিটারের চেয়ে অনেক কম। জাপানি মহাকাশ সংস্থা JAXA উৎক্ষেপণের আগে বলেছিল ‘এই অভিযানের মাধ্যমে চাঁদের চেয়েও বেশি অপ্রতুল গ্রহে অবতরণ করা সম্ভব হবে। অনুকূল পরিবেশ দেখে নয়, যেখানে ইচ্ছে, সেখানে অবতরণ করতে পারে ল্যান্ডার SLIM। ”JAXA – এর মতে, ”বিশ্বব্যাপী চাঁদের মতো উল্লেখযোগ্য মাধ্যাকর্ষণ সহ মহাকাশীয় বস্তুগুলিতে পিনপয়েন্ট অবতরণ করার পূর্বে কোনো উদাহরণ নেই।”

১০০ মিলিয়ন ডলারের মিশন মারফত আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাপান চাঁদে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। এর আগে, ২০২২ সালে দু’-দু’বার চন্দ্রাভিযানে হাত দেয় জাপান। কিন্তু দু’বারই ব্যর্থ হয়।

নভেম্বর মাসে অবতরণের আগে OMOTENASHI ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার আগে, হন এপ্রিল মাসে স্টার্ট-আপ সংস্থা ispace-এর তৈরি Hakuto-R Mission 1 ল্যান্ডারও চাঁদের মাটি ছুঁতে ব্যর্থ হয়। এখনো পর্যন্ত মাত্র চারটি দেশ সফলভাবে চাঁদে অবতরণ করেছে – মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারত। ভারত অনেক কম খরচে গত মাসে চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুর কাছে তার মহাকাশযান অবতরণ করেছে।