“মতের ভিন্নতা থাকা স্বাভাবিক কিন্তু উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে”

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা ও পুরুস্কার বিতরণী সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা লাভের পর যুদ্ধ বিধ্বস্ত দেশের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার জন্য বঙ্গবন্ধু যখন কাজ শুরু করেন তখনই দেশের কিছু বিপদগামী লোক তাঁকে স্বপরিবারে হত্যা করে জাতির ইতিহাসকে কলংকিত করেছে। এতে করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্নে কিছুটা ভাটা পড়লেও তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পরই তাঁর পিতার আদর্শ বাস্তবায়ানের মাধ্যম এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছেন। মানুষের মধ্যে মতের ভিন্নতা থাকা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মোক্তার বেগম মুক্তা, ও সি মোঃ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমন্ডার নুরুল আলম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার মোরশেদ তালুকদার, চেয়ারম্যান হারুন অর রশীদ। প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার পর প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার, মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে অনুদানের চেক বিতরণ করেন। পূর্বাহ্নে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা অফিসার সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেল স্কাউট, হাটহাজারী পৌরসভা, হাটহাজারী থানার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার, সাংসদের একান্ত সহকারী সৈয়দ মনজুরুল আলম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কানুনগো, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক মাইদুজ্জামান, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাইনুদ্দিন মজুমদার, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহাজাহান, সমাজসেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, মহিলা বিষয় কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা, বিআর ডিবি কর্মকর্তা মোঃ শাহ আল খান, পল্লী জীবিকায়ন কর্মকর্তা গোলাম হোসেন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মাদ একরাম উদ্দীন, উপ- সহকারী প্রকৌশলী বিএডিসি (নির্মান) দীপন চাকমা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মদ খাঁন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সিলতানা আনজিমান রশীদ, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মেহেরুনেচ্ছা ও হাটহাজারী প্রেস ক্লাব কর্মকর্তাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, খোরশেদ আলম শিমুল, মো.আলাউদ্দীন প্রমূখ। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, ওসি মো.মনিরুজ্জামান।