চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মামলা দিয়ে সরকার পতন আন্দোলন ঠেকানো যাবে না। বিএনপির নেতাকর্মীরা মামলা হামলাকে ভয় করে না। এ সরকার বিগত ১৪ বছর ধরে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে গায়বি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেপ্তার নির্যাতন চালিয়ে যাচ্ছে। নির্যাতিত নিপীড়িত হচ্ছে সাধারণ মানুষ।সরকারের বিরুদ্ধে কথা বললেই মামলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করলেই আইসিটি এক্ট নামে কালো আইনের মাধ্যমে মামলার দিয়ে গ্রেফতার করা হয়। এই ফ্যাসিবাদ সরকারের পায়ের তলায় মাটি নেই।তাই বিরোধী প্রতিবাদী কন্ঠ চেপে ধরতেই কালো আইন করা হয়েছে। বিগত ১৪ বছরে এ সরকার দেশের মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। কথা বলার স্বাধীনতা নেই।ভোটার অধিকার নেই।গণতন্ত্র নেই।মানবাধিকার নেই ।মানবিকতা নেই।আছে শুধু মিথ্যা মামলা,হামলা, নির্যাতন, নিপীড়ন গ্রেফতার।
আজ তিনি রবিবার (১৩ আগষ্ট) বিকেলে বাকলিয়া থানা যুবদল ও ১৮ নং ওয়ার্ড যুবদলের যৌথ উদ্যোগ বিগত ২৮ জুলাই ঢাকা মহাসমাবেশ যোগ দিতে গেলে রাজপথ থেকে গ্রেফতার হওয়া পূর্ব বাকলিয়া ওসমান গনি ও মোহাম্মদ সিরাজ এবং চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ জসিম, ফোরকান,আলম এর পরিবারের মাঝে আত্মিক সহযোগিতায় কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
স্বৈরাচারের পথে না হেটে দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত হোসেন আরো বলেন, ১৯৭১ সালে এদেশের মুক্তিকামী জনতা দেশের মানুষের গণতন্ত্র, মানবিক মূল্যবোধ, সাম্য, গণতান্ত্রিক সকল অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ করে দেশ স্বাধীন করে ছিলেন। আজকে সেই স্বাধীন দেশের মানুষ ভোট দিতে পারে না। ভোট সেন্টারে যেতে পারেনা। প্রকাশ্য সমালোচনা করতে পারে না।গণতান্ত্রিক সকল অধিকার থেকে বঞ্চিত এদেশের মানুষ। তাই দেশের গণতন্ত্র পুন প্রতিষ্ঠার জন্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। ঐক্যবদ্ধভাবে রাজপথে সকলকে এগিয়ে আসতে হবে।
বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মোঃ মুছার সভাপতিত্বে এবং ১৮ নং ওয়ার্ড যুবদল নেতা কুতুব উদ্দীন রাজুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা হাজী মোহাম্মদ তৈয়ব, হাসেম সওদাগর, আলমগীর নূর,আব্দুস সবুর, আলী ইউসুফ, মোঃ আলমগীর, আবদুল্লাহ আল সগীর,হাজী মোহাম্মদ মহিউদ্দিন,প্রসঙ্গীর আমিন,কামরুল ইসলাম, আলী আজগর, সাইফুল ইসলাম সোলায়মান সরদার মুজিবুর রহমান মোঃ জসিম উদ্দিন মোহাম্মদ ওসমান আব্দুল গফুর আব্দুর রহিম মোঃ আব্বাস উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর মোঃ নুরুদ্দিন, টিপু, সিদ্দিক,মাসুম, জাবেদ, বাবুল, আলাউদ্দিন, ইলিয়াশ,ফরিদ,রাসেদ,উসমান ,আল আমিন , জসিম, ইকবাল, মিরাজ রাসেল ,রাসেল ২ রুবেল, মহানগর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক বাকলিয়া থানা ছাত্রদল নেতা মাহির, রুবেল, ফাহিম, অপু, মাহাবুব সিদ্দিকী,নিয়াজ, জুয়েল, ইউসুফ, জনি,আমজাদ,এরফান প্রমুখ নেতৃবৃন্দ।