সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমলো

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমিয়েছে পরিশোধনকারী ও বাজারজাতকারী মিল মালিকেরা। রোববার পরিশোধনকারী মিল মালিকেরা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমায় দেশের বাজারে কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগে প্রতি লিটার বোতলের দাম ছিল ১৭৯ টাকা। লিটারপ্রতি ৫ টাকা কমিয়ে তা ১৭৪ টাকা করা হয়েছে। আর ৫ লিটারের ৮৭৩ টাকার বোতল এখন ৮৫০ টাকা এবং এক লিটার খোলা সয়াবিন তেল ১৫৯ থেকে কমিয়ে ১৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম সোমবার থেকে কার্যকর হবে বলে সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আন্তর্জাতিক নিউজ পোর্টাল ইনডেক্স মুন্ডি ডটকম সূত্রে জানা গেছে, গত এপ্রিলে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল এক হাজার ৩০ ডলার। মে মাসে কমে বিক্রি হয় ৯৮৮ ডলার। তবে জুনে সামান্য বেড়েছে।