৩ লাল কার্ডের ম্যাচে শুরুতেই হোঁচট খেলো বার্সেলোনা

প্রথমার্ধে এককজন হারালো বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে গেতাফেও হারালো একজন। ঘটনাবহুল ম্যাচে লাল কার্ড দেখলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজও। সবমিলিয়ে এক ম্যাচেই তিন লাল কার্ড। মৌসুমের প্রথম ম্যাচেই এতগুলো লার্ড কার্ডের কার্ডের ঘটনা ঘটলেও গোলের দেখা মিললো না।

ফলে লা লিগার ২০২৩-৩৪ মৌসুমে শিরোপা ধরে রাখা মিশনের শুরুটাও ভালো হলো না। নিজেদের প্রথম ম্যাচে গেতাফের বিপক্ষে গোলশূন‍্য ড্র দিয়ে করলো বার্সেলোনা। এ নিয়ে টানা চার ম‍্যাচে গোল করতে ব‍্যর্থ হলো জাভি হার্নান্দেজের দল।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম ভালো সুযোগ স্বাগতিক পায় গেতাফে। তবে বার্সা ডিফেন্ডার জুস কুন্দের দুর্দান্ত ডিফেন্ডিংয়ে সে যাত্রায় রক্ষা পায় বার্সা। ১৬তম মিনিটে বার্সার রাফিনহোরফ্রি কিক কোনোমতে ঝাঁপিয়ে ঠেকান গেতাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া। ২০ মিনিট একই ফুটবলার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।

প্রথমার্ধে নির্ধারিত সময়ের ২ মিনিট আগে ১০ জনে পরিণত হয় বার্সেলোনা।

গাস্তন আলভারেসকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রাফিনহো। বিরতি থেকে ফেরার পর ১০ জনে পরিণত হয় গেতাফে। ৫৭তম মিনিটে আরাউহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন হাইমে মাতা।

মুহূর্তে মুহূর্তে উত্তেজনা ছড়ানো ম‍্যাচে ৭০তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা কোচ জাভি। এর পরই মাঠে নামেন বার্সার ওয়ান্ডার বয় ১৬ বছর বয়সী লামিন ইয়ামাল। মাঠে নেমেই দুর্দান্ত অ্যাসিস্ট করেন তিনি। আনসু ফাতি লক্ষ্যে রাখতেই পারলেই জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো কাতালান ক্লাবটি।