প্রথম দশ মিনিটের মধ্যে এক গোল দিয়ে সেটা আবার হজমও করলো নিউ ক্যাসল ইউনাইটেড। তবে এরপর রীতিমতো অ্যাস্টন ভিলার উওর তান্ডব চালিয়েছেণ নিউ ক্যাসলের ফুটবলাররা। এরপর প্রথমার্ধে আর ১ গোল দেওয়ার পর দ্বিতীয়ার্ধে দিয়েছে আরও দুই গোল। সবমিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএলে) মৌসুমের শুরুটা বড় জয় দিয়ে করলো নিউ ক্যাসল।
গতকাল ২০২৩-২৪ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নিউ ক্যাসল। দলটির জোড়া গোল করেন আইসাক এং একটি করে গোল আসে টোনালি, উইলসন ও বার্নসের পা থেকে। ভিলার একমাত্র গোলটি করেন ডিয়াবি।
এদিন ম্যাচের ষষ্ট মিনিটেই এগিয়ে যায় নিউ ক্যাসল। তবে এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ থাকেনি। মাত্র ৫ মিনিটের ব্যবধানে ভিলাকে সমতায় ফেরান ডিয়াভি। এর ৫ মিনিটের ব্যবধানে আবারও লিড পুনরুদ্ধার করে নিউ ক্যাসল। এবার গোলদাতা আইসাক।
২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৫৮তম মিনিটে নিজের জোড়া গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন আইসাক। ৭৭তম মিনিটে গোলের সংখ্যা হালি পূর্ণ করেন উইলসন। এখানেই শেষ নয়, অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে আরও এক গোল করে স্কোরলাইন ৫-১ করেন বার্নস।