অ্যাস্টন ভিলাকে উড়িয়ে শুভ সূচনা নিউ ক্যাসলের

প্রথম দশ মিনিটের মধ্যে এক গোল দিয়ে সেটা আবার হজমও করলো নিউ ক্যাসল ইউনাইটেড। তবে এরপর রীতিমতো অ্যাস্টন ভিলার উওর তান্ডব চালিয়েছেণ নিউ ক্যাসলের ফুটবলাররা। এরপর প্রথমার্ধে আর ১ গোল দেওয়ার পর দ্বিতীয়ার্ধে দিয়েছে আরও দুই গোল। সবমিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএলে) মৌসুমের শুরুটা বড় জয় দিয়ে করলো নিউ ক্যাসল।

গতকাল ২০২৩-২৪ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নিউ ক্যাসল। দলটির জোড়া গোল করেন আইসাক এং একটি করে গোল আসে টোনালি, উইলসন ও বার্নসের পা থেকে। ভিলার একমাত্র গোলটি করেন ডিয়াবি।

এদিন ম্যাচের ষষ্ট মিনিটেই এগিয়ে যায় নিউ ক্যাসল। তবে এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ থাকেনি। মাত্র ৫ মিনিটের ব্যবধানে ভিলাকে সমতায় ফেরান ডিয়াভি। এর ৫ মিনিটের ব্যবধানে আবারও লিড পুনরুদ্ধার করে নিউ ক্যাসল। এবার গোলদাতা আইসাক।

২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৫৮তম মিনিটে নিজের জোড়া গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন আইসাক। ৭৭তম মিনিটে গোলের সংখ্যা হালি পূর্ণ করেন উইলসন। এখানেই শেষ নয়, অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে আরও এক গোল করে স্কোরলাইন ৫-১ করেন বার্নস।