৪৭ বছর পর চাঁদে মহাকাশযান পাঠাল রাশিয়া

চাঁদের বুকে পানি খুঁজতে দীর্ঘ ৪৭ বছর পর মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া। ১৯৭৬ সালের পর এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে লুনা-২৫ নামে মহাকাশযান পাঠাল দেশটি। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, আমুর অঞ্চলে অবস্থিত ভস্টকনি উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় শুক্রবার (১১আগস্ট) এটি উৎক্ষেপণ করা হয়।
উল্লেখ্য, আধুনিক রাশিয়া এই প্রথম কোনো মহাকাশযান পাঠাল। এটি শতভাগ রাশিয়ার অভ্যন্তরীণ উপাদান এবং প্রযুক্তিতে তৈরি। রাশিয়ার আগে এর উত্তরসূরি দেশ সোভিয়েত ইউনিয়ন ১৯৫৮ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ২৪টি লুনার মিশন বা চাঁদে ২৪ বার মহাকাশযান পাঠিয়েছিল।
তবে রসকসমস জানিয়েছে, রাশিয়া ও ভারতের মহাকাশযান একই এলাকায় অবস্থান করলেও তারা পরস্পরের কাজে বাধা হয়ে দাঁড়াবে না। কারণ, উভয় মহাকাশযানই আলাদা আলাদাভাবে কাজ করার জন্য নির্দেশ দিয়ে পাঠানো হয়েছে। এক বিবৃতিতে রসকসমস বলেছে, ‘সেগুলোর পরস্পরের সঙ্গে সংঘর্ষের কোনো আশঙ্কা নেই। চাঁদে সবার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে।’