চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন,গত সপ্তাহে ভারী বর্ষণ ও উজানের ঢলে সৃষ্ট ভয়াবহ জলজট ও বন্যায় বিপর্যস্থ বন্দরনগরী চট্টগ্রাম, পার্বত্যজেলা, কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মানুষের জীবন। জলাবদ্ধতার কারণে নগরীর অনেক এলাকার মানুষ এখনো পানিবন্দি। জলাবদ্ধতায় দুর্গত মানুষের কষ্টের সীমা নেই। ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল এবং জীবন রক্ষায় সীমাহীন দুর্ভোগে পড়েছে সবশ্রেণির মানুষ। এ অবস্থায় নি¤œ ও মধ্যবিত্ত সহ সবশ্রেণীর মানুষ পড়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে। লাখ লাখ পানিবন্দি অসহায় মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাই আর্তমানবতার সেবায় পানিবন্দি ও বন্যাকবলিত অসহায় মানুষগুলোর এ দুঃসময়ে দলমত নির্বিশেষে সবার এগিয়ে আসা উচিত। দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান- আসুন সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে এই অসহায় মানুষের পাশে দাঁড়াই। উদ্ধার কাজ থেকে খাবার বিতরণ সবাই মিলে না করলে মানবিক বিপর্যয় দেখা দেবে অচিরেই। ঐক্যবদ্ধভাবে সবাই হাত বাড়ালে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা ও এই সংকটের পথ পাড়ি দেওয়া সহজ হবে । বিএনপি গণমানুষের দল। নেতাকর্মীদের সাথে নিয়ে আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা কিছুটা হলেও চেষ্টা করছি দুর্গতদের পাশে দাঁড়াতে। সকল দুর্যোগে আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকব। আগামীতেও বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশনা বাস্তবায়ন এবং মানবিক দায়িত্ববোধ থেকে আমাদের দায়িত্ব পালন করে যাবো।
আজ ১১ আগষ্ট (শুক্রবার) বিকেলে ৪নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পানিবন্ধি ৫০০ পরিবারের মাঝে চাল,ডাল,আলু, পেঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন লিপু।চান্দগাঁও থানা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন ভ‚ইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. এসকান্দর, জসিম উদ্দিন, ইলিয়াছ আলী, আবু বক্কর, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মো. মিয়া, মো.ইউনুছ, মো.আলমগীর, মো. সিরাজ, জসিমউদ্দিন, মো. সেলিম, আরিফুল ইসলাম, নুরুল আমিন, সাইদুল ইসলাম, মো. আলম, মোরশেদ কামাল, মো. শহীদুজ্জামান, ইউসুফ আলী লিটন, মো. সালাউদ্দিন, নুরনবী, আবু বক্কর বাবু, ইসকান্দর হোসেন, নাছিরউদ্দিন, আব্দুর রহমান আলফাজ, মো. মাসুম, মো. ইব্রাহিম, জালাল উদ্দিন, জহুরুল ইসলাম জহির,কামাল হোসেন খোকন,আব্দুল করিম বাবলু, মো.রুবেল প্রমুখ।