আনোয়ারায় সাঙ্গু নদী থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) সকাল এগারোটার দিকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সকাল দশটার দিকে আমরা খবর পাই। পরে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।