শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে রান না করতে অনুরোধ হৃদয়কে!

লঙ্কান প্রিমিয়ার লীগ (এলপিএল) দিয়ে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেক হয় তাওহীদ হৃদয়ের। প্রথমবারেই বাজিমাত করেছেন এই বাংলাদেশি ব্যাটার। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে ৬ ইনিংসে ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে ১৫৫ রান। দারুণ খেলে ফেরার আগে তাকে ঘটা করে বিদায় দিয়েছে জাফনা, সেখানে ঘটেছে কিছু মজার ঘটনাও। হৃদয় দল ছাড়ার আগে ড্রেসিংরুমে তাকে নিয়ে কথা বলেন জাফনা কিংসের প্রধান কোচ থিলান কান্দাম্বি। তাকে নিয়ে ভালো কিছু কথা বলার পাশাপাশি মজাও করেন তিনি। টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, জাফনা কিংসের খেলোয়াড়দের উপস্থিতিতে হৃদয়কে শুভকামনা জানিয়ে কান্দাম্বি বলছেন, ‘এটাই তোমার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আমি তোমাকে শুভকামনা জানাই। আশা করি, প্রচুর রান করবে।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে নয় (হাসিমুখে)।’ এ কথা শুনে পিছনে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক বলে ওঠেন, ‘এমনকি পাকিস্তানের বিপক্ষেও (রান) করা যাবে না।’ দুজনের এই রসিকতায় ড্রেসিংরুমের বাকিরা অট্টহাসিতে মেতে ওঠেন। দুর্দান্ত ব্যাটিংয়ে পুরো এলপিএল মাতিয়ে রেখেছিলেন হৃদয়।

প্রথমে তাকে শোয়েব মালিকের বদলি হিসেবে দলে নিয়েছিল জাফনা। কিন্তু প্রথম ৪ ম্যাচে তার দুর্দান্ত পারফর্মেন্স দেখে পরে পুরো আসরের জন্যই রেখে দিতে চেয়েছিল দলটি। কিন্তু সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের ব্যস্ততায় হৃদয় দেশে ফিরে এসেছেন। টুর্নামেন্ট ছেড়ে ইতিমধ্যে দেশে ফিরলেও এখনও আসরের তৃতীয় রান সংগ্রাহক হৃদয়। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার উপরে শুধুমাত্র বাবর আজম (২৩৫) ও টিম সাইফার্ট (১৬১) । আগামী ৩০শে আগস্ট মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ লঙ্কানদের বিপক্ষেই। সুপার ফোরে উঠতে পারলে ম্যাচ রয়েছে পাকিস্তানের বিপক্ষেও।