শফিউল আলম, রাউজানঃ রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক লোকমান হাকিম গতকাল ১০ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৭টার সময়ে কুমিল্লার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিলাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন) মৃত্যুকালে মরহুমের বয়স ছিল ৭৮ বৎসর। অধ্যাপক লোকমান হাকিম এর দু ছেলে ও ২ কন্যা সন্তান রয়েছে । অধ্যাপক লোকমান হাকিমের মৃত্যুর সংবাদে রাউজানে শ্রমজীবি মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া । অধ্যাপক লোকমান হাকিমের মৃত্যুতে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামীূ লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক দলে নেতা কর্মীরা শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্িরতি সমবেদনা জানান । অধ্যাপক লোকমান হাকিমের জানাজার নামাজ রাউজান পৌরসভার হাজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদে মাগরিব অনুষ্টিত হবে । জানাজার নামাজ শেষে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে । অধ্যাপক লোকমান হাকিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যায় অনার্স- মাস্টার্স ডিগ্রি লাভ করে ১৯৭০ সনে শিক্ষাজীবন শেষ করেন । পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। পাশাপাশি এনায়েত বাজারস্থ চট্টগ্রাম মহিলা কলেজেও তিনি শিক্ষকতা চালিয়ে যান । সত্তরের জাতীয় নির্বাচন কালে তিনি অধ্যাপক মোহাম্মদ খালেদ-এর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তী সময়ে তিনি স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন । স্বাধীনতা পরবর্তীকালে তিনি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন। তিনি রাউজান উপজেলায় বিভিন্ন গ্রামমুখী উন্নয়ন কার্যক্রম যথা আদর্শ গ্রাম প্রকল্প, তেভাগা প্রকল্প যা জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং ভূমিহীন কৃষকদের তদারকী ঋণ প্রকল্প পরিচালনা করেন। অধ্যাপক মোহাম্মদ খালেদ-এর নেতৃত্বে দেশ উন্নয়ন কাজে একনিষ্ঠভাবে সম্পৃক্ত হয়ে পড়ার কারণে তিনি মুক্তিযোদ্ধাদের বিশেষ সুপিরিয়র সার্ভিসে যোগ দেননি। তিনি ১৯৭৬ সনের প্রথমদিকে ভারতে তিন মাসব্যাপী গ্রাম উন্নয়নের বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ৭৬-৭৭ সনে সোভিয়েত ইউনিয়নে সমবায়ের উপর ডিগ্রি নেন। পরবর্তী সময়ে তিনি জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা- ‘প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে যোগদেন। গ্রামমুখী দরিদ্র জনগোষ্ঠির উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকাকালে তিনি চট্টগ্রামের দৈনিক আজাদী ও দৈনিক পূর্বকোণ-এ নিয়মিত কলাম লিখতেন ।ছাত্রজীবনে তিনি চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ সমর্থিত যাত্রিক-এর সভাপতি ছিলেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শহীদুল্লা হল ছাত্রলীগের সভাপতি ছিলেন । জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করে তিনি ১৯৭৩-৭৮ সন পর্যন্ত রাউজান থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৫ সনের জানুয়ারিতে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন । দু’ছেলেই ইঞ্জিনিয়ার। একজন অস্ট্রেলিয়ায় এবং অপরজন দেশে এলজিইডিতে কর্মরত। দু’মেয়ের একজন গৃহকর্মে নিয়োজিত । অন্যজন উন্নয়নকর্মী। লেখক বর্তমানে পেইজ ডেভেলপমেন্ট সেন্টার নামে এনজি ও”তে সংশ্লিষ্ট থেকে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির উন্নয়ন কাজে নিয়োজিত রাখেন নিজেকে।