পার্লামেন্ট ভেঙে দেয়া হয়েছে পাকিস্তানে। এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের পালা। এ জন্য বিদায়ী সরকারকে তিন দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। এ ইস্যুতে বুধবার বৈঠক হওয়ার কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজের মধ্যে। কিন্তু সেই বৈঠক মুলতবি করা হয়েছে। বিভিন্ন সূত্র বলেছে, এর কারণ, রাজা রিয়াজের ব্যস্ত শিডিউল। এ কারণে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। তবে তিনি নিজে নিশ্চিত করেছেন যে, বহুল কাক্সিক্ষত এই বৈঠক বৃহস্পতিবার হতে পারে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কোনো অচলাবস্থা বা মতের অমিলের বিষয় প্রত্যাখ্যান করেন রাজা রিয়াজ। এখন সাংবিধানিক নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে পার্লামেন্ট নির্বাচন হওয়া উচিত।
কিন্তু বিদায়ী সরকার এরই মধ্যে সতর্কতা দিয়ে বলেছে, এই নির্বাচন বিলম্বিত হতে পারে। আগামী বছর মার্চে হতে পারে এই নির্বাচন।