অবশেষে দুই দিন পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল। চন্দনাইশ উপজেলার কসাইপাড়া পাঠানিপুল এলাকায় দীর্ঘ এক কিলোমিটার সড়ক ডুবে যাওয়ায় মঙ্গলবার (৮ আগস্ট) ভোর থেকে এই মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বুধবারও একই অবস্থা ছিল।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে চট্টগ্রামের সঙ্গে বান্দরবানের যোগাযোগ ব্যবস্থা এখনও বন্ধ রয়েছে।
এদিকে, গত দুই দিন কিছু কিছু যানবাহন বিকল্প সড়ক বাঁশখালী হয়ে কক্সবাজার এবং চট্টগ্রাম শহরে আসা যাওয়া করেছে।
দোহাজারি হাইওয়ে পুলিশের ওসি খান মোহাম্মদ এরফান বলেন, চন্দনাইশের কসাইপাড়া পাঠানিপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেশ কিছু অংশ পানিতে ডুবে গেছে। এ কারণে সোমবার রাত থেকে যানবাহন চলাচল কমে গেছে। মঙ্গলবার ভোর থেকে একেবারেই বন্ধ হয়ে যায়। তবে বৃহস্পতিবার সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
চন্দনাইশ উপজেলার বাসিন্দা আবিদুর রহমান বাবুল জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এখনও চন্দনাইশ সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বেশ কিছু এলাকা পানির নিচে তলিয়ে আছে।