মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের নারানগিরি ১নং পাড়ার যোগাযোগের একমাত্র বাঁশের সাকোটি পানির তোড়ে ভেসে গেছে। সাঁকোটি ভেসে যাওয়ার পর থেকে চরম ভোগান্তিতে পড়েছে পাড়াবাসী মানুষ গুলো। বর্তমানে ওই পাড়ার প্রায় ৫০ পরিবারের মানুষ এক রকম ঘরবন্দি অবস্থায় দিন যাপন করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,কয়েক দিনের অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের তোড়ে এই পাড়ার সাথে যোগাযোগের এক মাত্র বাঁশের সাঁকোটি গত সোমবার ভেঙে পানির সাথে তলিয়ে যায়। ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। কার্যত ঘরবন্দী হয়ে আছে এই পাড়ার ৫০ টির মতো পরিবার। স্থানীয় অধিবাসী মোহাম্মদ রাশেদ, ইউসুফ সওদাগর, আজিজ মিয়া, আব্দুল মুনাফ জানান, বর্ষা মৌসুম আসলেই আমাদের দুঃখের সীমা থাকেনা। প্রতি বর্ষায়ই এই বাঁশের সাঁকো ভেঙে গিয়ে নদী গর্বে বিলীন হয়ে যায়। আবার এলাকাবাসীর প্রচেষ্টায় সাঁকো নির্মিত হয়। এভাবেই বছরের পর বছর চলছে। এরই মাঝে আমরা বারবার আবেদন করেছি ওই স্থানে একটি পাকা সেঁতু নির্মাণ করার জন্য। কিন্তু হচ্ছে না। আমাদের দুঃখ-কষ্ট লাঘবে এবং পরিবার গুলোর যোগাযোগের সুবিধার্থে ওই এলাকায় স্থায়ী ভাবে একটি সেতু নির্মাণ করার জন্য তারা সরকারের সু-দৃষ্টি কামনা করেন। ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শৈবাল সরকার জানান, অচিরেই এই খালের উপর সেতু নির্মাণের কাজ শুরু হবে। এবিষয়ে যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী জানান, আমরা ইতিমধ্যে ওই খালের উপর সেতু নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করেছি। প্রস্তাব পাস হয়ে আসলেই কাজ শুরু হবে।