চট্টগ্রাম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার গ্রাম আইস, ২৫ হাজার ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পাচঁলাইশ থানা পুলিশ।
বুধবার (৯ আগস্ট) নগরে টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো দিদার, সোয়াইব সরকার, মো. রফিক এবং মো. তৈয়ব।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নগরের মুরাদপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দিদার ও সোয়াইবকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের বন্দর থানার কলসি দিঘীর এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা, এক কেজি গাঁজা, দুই বোতল বিদেশি মদ ও চার গ্রাম আইস এবং মাদক বিক্রির নগদ এক লাখ ৪৮ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।