মিরসরাইয়ে ৮৫টি ভূমি-গৃহহীন পেল আপন ঠিকানা

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে আশ্রয়ন-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে উপজেলায় নির্ধারিত ১২০টি ঘরের মধ্যে ৮৫টি ভূমি-গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। এরআগে মুজিব শতবর্ষ উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমিসহ গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘরের চাবি দলিলসহ তুলে দেন। মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন জানান, চতুর্থ ধাপে মোট ১৮০টি পরিবারকে নতুন ঘরে পুনর্বাসন করা হয়েছে। এগুলোর মধ্যে হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর আশ্রায়ন প্রকল্প-২ এ ৩৫টি ঘর ইতোমধ্যেই উপকারভোগীদের বুঝিয়ে দেয়া হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে উদ্বোধনের পর একই ধাপে নির্মিত ইছাখালী ইউনিয়নে ৩৬ ও জোরারগঞ্জ ইউনিয়নে ৪৯টি ঘর ও জমির দলিল উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। ইউএনও আরও জানান, এরআগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে মোবারকঘোনা আশ্রয়ন-২ প্রকল্পে ৯৫, কিছমত জাফরাবাদ আশ্রয়ন-২ প্রকল্পে ১০৯টি গৃহ নির্মাণ করে সেখানে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে এ পর্যন্ত মোট ৪১৯টি পরিবারকে পূনর্বাসন করা হয়েছে। ওইদিন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, সাংবাদিক নুরুল আলম ও বিপুল দাশ প্রমুখ।