আবার টালমাটাল হয়ে পড়েছে পাকিস্তানের রাজনীতি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নির্বাচন কমিশন ৫ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছে। এ অবস্থায় আজ বুধবার প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেয়ার পরামর্শ দিতে পারেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আবার বলা হচ্ছে, নির্বাচন আগামী মার্চ পর্যন্ত বিলম্বিত হতে পারে। রাজনীতিতে এমন অস্থির পরিস্থিতিতে সেখানে মঙ্গলবার শেয়ার বাজারে সূচকের মারাত্মক পতন হয়েছে। অনলাইন জিও নিউজ বলছে, আজ বুধবার হতে পারে ক্ষমতাসীন জোট সরকারের শেষ দিন। এদিনই প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট ড. আরিফ আলভি ভেঙে দিতে পারেন পার্লামেন্ট। যদি তাই হয়, তাহলে ৯০ দিনের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা আছে। পাকিস্তানের সংবিধানের ৫৮ ধারা অনুযায়ী, পার্লামেন্ট ভেঙে দেয়ার জন্য প্রেসিডেন্টকে পরামর্শ দিতে বাধ্য প্রধানমন্ত্রী। তার পরামর্শে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন।
যদি তিনি তা না করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে ৪৮ ঘন্টার মধ্যে পার্লামেন্ট বিলুপ্ত হয়ে যায়। এক্ষেত্রেও ক্ষমতাসীনরা কৌশল হাতে নিয়েছে। প্রেসিডেন্ট আরিফ আলভিকে নিয়োগ দিয়েছিল ইমরান খানের সরকার। আবার তিনি যখন হজে গিয়েছেন, তখন তড়িঘড়ি করে জোট সরকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে দিয়ে পার্লামেন্টারিয়ানদের অযোগ্য ঘোষণার মেয়াদ সর্বোচ্চ ৫ বছর করে আইন সংশোধন করে। এর উদ্দেশ্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে হুলিয়া তুলে নিয়ে, তাকে রাজনীতিতে পুনর্বাসন করানো এবং আবার প্রধানমন্ত্রী বানানো। এতে মনে মনে রুষ্ঠ হয়ে থাকতে পারেন প্রেসিডেন্ট। ফলে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ আমলে নাও নিতে পারেন। সেক্ষেত্রে ৪৮ ঘন্টা সময় হাতে রেখে বুধবার পার্লামেন্ট ভেঙে দেয়ার পরামর্শ দেবেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে প্রেসিডেন্ট পরামর্শ আমলে না নিলে ৪৮ ঘন্টা পর ১১ই আগস্ট স্বয়ংক্রিয়ভাবে পার্লামেন্ট বিলুপ্ত হয়ে যাবে। অন্যদিকে ১২ই আগস্ট মধ্যরাত পর্যন্ত পার্লামেন্টের মেয়াদ আছে। ফলে ১১ই আগস্ট পার্লামেন্ট বিলুপ্ত হলে নির্বাচন কমিশন নির্বাচন করার জন্য ৯০ দিন সময় পাবে।
মঙ্গলবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধানের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সবার সিদ্ধান্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) থেকে কি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী বাছাই করা হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে নাম চূড়ান্ত হবে সবার কাছেই তা গ্রহণযোগ্য হবে। বুধবার স্থানীয় সময় বিকাল ৪টায় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজের সঙ্গে সাক্ষাতের শিডিউল আছে শেহবাজের।
ওদিকে তোষাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে ৩ বছরের জেল ও এক লাখ রুপি জরিমানা করেছে আদালত। তারপরই তাকে গ্রেপ্তার করে কুখ্যাত অ্যাটক জেলে রাখা হয়েছে। মঙ্গলবার তাকে ৫ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিন এক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী আইনের ১৬৭ ধারার অধীনে দুর্নীতিতে অভিযুক্ত পিটিআই প্রধানকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তবে আদালতের রায় থেকে খালাস পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরান। ইসলামাবাদ হাইকোর্টে ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আপিল করেছেন।
রাজনীতিতে তালগোল পাকানো এমন অবস্থায় মঙ্গলবার একদিনেই পকিস্তান স্টক এক্সচেঞ্জের (পিএসএক্স) সূচকের পতন হয়েছে এক হাজার পয়েন্টের কাছাকাছি।