রাউজানে ছুরিকাঘাত করে স্মার্ট ফোন ছিনতাই

শফিউল আলম রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে কৃষ্ণ নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে স্মার্ট ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ৮ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাউজান পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পাইপের গোড়া সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দক্ষিণ পাশের্^ এ ঘটনা ঘটে। আহত কৃষ্ণ ওই এলাকার বসবাসকারী ও রংপুরের অনিলের ছেলে। কৃষ্ণ বলেন, মোবাইল নিয়ে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশদিয়ে হাটার সময় তার সামনে মোটরসাইকেল থামিয়ে স্মার্ট ফোন কেড়ে নেয় অজ্ঞাতনামা তিন যুবক। একজনকে ধরে রাখার চেষ্টা করে চিৎকার করলে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীর। পরে তার স্বজনেরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাস্থলের অদূরে মুদিদোকানী শিপন বলেন, আমি চিৎকার শুনে বের হওয়ার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তার পরিবারকে খবর দিলে তারা হাসপাতালে নিয়ে যায়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এই ধরণের কোনো সংবাদ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।