রাউজানে বিদ্যুৎস্পর্শে তরুণের মৃত্যু

শফিউল আলম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎ স্পর্শে মো. জাহেদ খাঁন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত ৮ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের তোতা গাজীপাড়া নুরানী মাদরাসায় নির্মাণকাজ করার সময় বিদ্যুৎ তারে জড়িয়ে ছিটকে পরেন। পরে স্থানীয়রা উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নির্মাণ শ্রমিক জাহেদ খান ফটিকছড়ি উপজেলায় ব্যচেলার বাসায় বসবাসকারী ও রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কাকন হাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মো. জালাল উদ্দিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।