হালদা নদীতে নিখোজ ব্যবসায়ীর খোজ পাওয়া যায়নি

শফিউল আলম,রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলায় নৌকা ডুবে সাহেদ হোসেন বাবু (৩৭) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত ৭ আগস্ট সোমবার দিবাগত রাত ৮ টায় রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের হালদা নদীর একটি শাখা খালে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল ও ইউপি সদস্য মো. কাউছার আলম বলেন, নিজ বসতঘর থেকে প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থিত নিজস্ব প্রজেক্ট খামার বাড়ি (মাছের খামার, গরুর খামার) গিয়ে সেখান থেকে নৌকা যোগে ফেরার পথে রাউজান হাটহাজারী মধ্যবর্তী বাড়িঘোনা ব্রিজ নামক স্থানে নৌকা উল্টে যায়। নৌকা থাকায় আরও চারজনসহ পাঁচজন খালে পড়ে গেলে সাহেদ স্রোতে ভেসে যান। বাকী চারজন খাল থেকে উঠতে পারলেও সাহেদ সাতার না জানায় উঠতে পারেনি। নিখোঁজ সাহেদ রাউজান উপজেলার উরকির ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সমাজ সেবক মরহুম এস এম ইউসুফ সি আই পির পুত্র। গতকাল ৮ আগষ্ট মঙ্গলবার সকালে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, ,বন্যায় পানি বেশি থাকায় হালদা নদীতে ব্যবসায়ী সাহেদ হোসেন বাবু (৩৭) ভেসে গেছে। নিখোজ ব্যবসায়ী সাহেদ এর খোজে দমকল বাহিনীর সদস্যরা হালদা নদী কর্ণফুলী নদীতে অনুসন্দ্বান চালিয়ে ও রিপোর্ট লিখা সময়ে পর্যন্ত গতকাল ৮ আগষ্ট মঙ্গলবার বিকাল ৩ টার সময়ে পর্যন্ত তার হদিস পায়নি বলে জানান,রাউজান ফায়ার ষ্টেশন অফিসার নজরুল ইসলাম।