বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আরও বিপজ্জনক হবে।
সোমবার (৭ আগস্ট) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, একতরফা ও একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতেই বারবার এ ধরনের সিকিউরিটি অ্যাক্টের নামে আইন তৈরি করছে সরকার। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট মূলত নতুন মোড়কে, নতুনভাবে এনে আইওয়াশের চেষ্টা ছাড়া কিছু না।
এসময় বিএনপির পক্ষ থেকে এই আইন বাতিলের দাবি জানানো হয়।
দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নির্যাতন নিপীড়নের মাধ্যমে বিরোধীমতের কণ্ঠরোধের চেষ্টা করছে সরকার৷
তিনি বলেন, কর্মসূচি পালনকে কেন্দ্র করে ২৮-২৯ জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত বিএনপির আহত হয়েছেন ৮২০ জন, গ্রেফতার ৫০০ জন কর্মী।
সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন নামে নতুন একটি আইনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক হয়েছে।
আইনটিকে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ের লেজিলেটিভ (আইনপ্রণয়ন) বিভাগে পাঠানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মন্ত্রিসভায় নতুন আইনটি উত্থাপন করেন।