লিওনেল মেসিকে ভেড়ানোর প্রতিযোগিতায় ইন্টার মিয়ামির প্রতিদ্বন্দ্বী ছিল পিএসজি, বার্সেলোনা এবং আল হিলাল এফসি। এমএলএস ক্লাবটি যখন আর্জেন্টাইন সুপারস্টারকে উড়িয়ে আনার চেষ্টায় ছিল, সেসময় ক্লাবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলটির ডাচ গোলরক্ষক নিক মার্সম্যান। এবার সেই কিপারকে বিদায় করলো মিয়ামি।
লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়নের প্রচেষ্টায় ছিল পিএসজি। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারকে ফেরাতে উঠে পড়ে লেগেছিল বার্সেলোনা। আর্জেন্টাইন সুপারস্টারকে পেতে টাকার বস্তা নিয়ে নেমেছিল প্রো লীগের দল আল হিলাল এফসি। ক্লাবগুলোর ত্রিমুখী প্রচেষ্টায় কমই শোনা গিয়েছে ইন্টার মিয়ামির সম্ভাবনার কথা। বাকি সবার মতো দলটির গোলরক্ষক নিক মার্সম্যানও হয়তো মেসির যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি আকাশ কুসুম কল্পনা ভেবেছিলেন। বলেছিলেন, আর্জেন্টাইন সুপারস্টারকে ভেড়ানোর মতো অবকাঠামো ইন্টার মিয়ামির নেই। একইসঙ্গে মেসি যুক্তরাষ্ট্রে আসবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সে যাই হোক, ক্লাবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার পর চুক্তির মেয়াদ শেষ না হতেই মার্সম্যানকে বিদায় করলো মিয়ামি।
৩২ বছর বয়সী এই গোলরক্ষক আপাতত ক্লাবহীন রয়েছেন।
ইএসপিএনকে মার্সম্যান বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ক্লাব এখনো মেসির আগমনের জন্য প্রস্তুত নয়। আমাদের স্টেডিয়াম অস্থায়ী, মানুষ মাঠে চলে আসে। কোনো ফটক নেই। আমরা নিরাপত্তা ছাড়াই স্টেডিয়াম থেকে বের হই।’
মার্সম্যান বলেছিলেন, ‘আমি মনে করি তারা (মিয়ামি মেসিকে ভেড়াতে) এখনো প্রস্তুত নয়। কিন্তু আমরা আশা করছি, সে আসবে।’২০২১ সালের জুলাইয়ে ফেইনুর্দ থেকে ইন্টার মিয়ামিতে যোগ দেন
নিক মার্সম্যান। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে সব মিলিয়ে ২৯টি ম্যাচ খেলেছেন তিনি।