ওয়ানডে বিশ্বকাপের ৫০ বছর পূর্তি উপলক্ষে বেশ কয়েকটি দেশ ভ্রমণ করছে বিশ্বকাপ ট্রফি। তারই অংশ হিসেবে রোববার মধ্যরাতে বাংলাদেশে এসে পৌঁছায় এটি। গতকাল বিকালে ট্রফি নিয়ে যাওয়া হয় পদ্মা বহুমুখী সেতুতে। সূচি অনুযায়ী বিকাল ৩টায় এই স্থাপনার মাওয়া প্রান্তে সার্ভিস এরিয়া-১ এ ফটোসেশন হওয়ার কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় সেটি। এছাড়া একই কারণে হেলিকপ্টার যোগে ট্রফিটি পদ্মায় নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সড়ক পথে নেওয়া হয়।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনা অনুযায়ীই দেশের যে কোনো বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি রয়েছে। এর আগে ২০১৯ বিশ্বকাপের আগে জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটোসেশন করা হয়। এবার বেছে নেওয়া হয়েছে পদ্মা সেতুকে।
গত বছরের ২৫ জুন উদ্বোধন হওয়া ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু এখন দেশের অন্যতম একটি আইকনিক স্থাপনা ও গর্বের প্রতীক। আরও দুইদিন ট্রফিটি বাংলাদেশে থাকবে।
আজ ট্রফিটি রাখা হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। সেখানে জাতীয় নারী এবং পুরুষ দলের সাবেক এবং বর্তমান ক্রিকেটার, ক্রিকেট সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা সামনে কাছ থেকে ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন। এরপর বুধবার (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এখানে কোনো টিকিট ছাড়াই সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।