চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন,চট্টগ্রাম এখন জনবিচ্ছিন্ন নগরীতে পরিণত হয়েছে। আমরা বারবার যেটা অনুমান করছিলাম বর্ষার মৌসুম আসার আগেই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ সম্পন্ন করতে না পারলে পুরনো নগরী জলে ডুবে যাবে সেই আশঙ্কা সত্যি হলো। বর্ষার মৌসুমী বৃষ্টিতে পুরো নগরী জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে। কেউ ঘর থেকে বের হতে পারছে না। ব্যবসায়ী, চাকরিজীবী হতে সর্ব শ্রেণীর মানুষকে আজ দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে মানুষের বাসা বাড়ী পানিতে নিমজ্জিত হয়েছে।কারো ঘরে কমোর পরিমাণ, কারো ঘরে হাটু পরিমাণ পানিতে হাবুডুবু খেতে হচ্ছে। এই হচ্ছে চট্টগ্রামের বৃহত্তর বাকলিয়া,বদ্দারহাট, চকবাজার সহ নগরীর অবস্থা। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণে আজ নগরীর এই বেহাল দশা। এই সরকারের মন্ত্রী এমপিরা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা আজ জনগণের পাশে নেই। তারা আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত। জনগণের নির্বাচিত প্রতিনিধি নয় বলেই,জনগণের কল্যাণে এই সরকার কোন কাজ করছে না। তারা জনগণের ভোটে নির্বাচিত নয় তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই।
তিনি আজ সোমবার, ৭ আগষ্ট বিকালে পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ডে বড় মিয়া বাপের মসজিদ, রসুলবাগ, চান মিয়া মুন্সি লেইন,বগার বিল এলাকায় পানিবন্দী, অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও খাবার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
আত্ম মানবতার সেবায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ তাদের জীবন নিদারুণ কষ্টের মধ্যে অতিবাহিত করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণেও সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণ তাদের দাবি আদায়ে রাজপথে নামলেই সরকারের বাধার সম্মুখীন হতে হয়। দুর্নীতি—দুঃশাসনে সাধারণ জনগণ অতিষ্ঠ। তাই এই সরকারের পদত্যাগ ছাড়া এই দেশে কোন সুফল বয়ে আনবে না।
বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু সভাপতিত্বে যুবদল নেতা মোহাম্মদ সাদ্দামুল হক সাদ্দামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক খোরশেদ আলম, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, আরো উপস্থিত ছিলেন নগর যুবদল নেতা নাসির উদ্দিন চৌধুরী নাসিম,কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, শেখ কামাল আলম, মোঃ সোহেল, সাব্বির ইসলাম ফারুক, মোঃ রায়হান, মোঃ জাহেদ, মনছুর সওদাগর, রহিম মিনু, মোঃ সাঈদ, মোঃ ফারুক প্রমুখ নেতৃবৃন্দ।