বিশ্বকাপে খেলার সবুজ সংকেত পেল পাকিস্তান

পাঁচ অক্টোবর থেকে ভারতে শুরু হওয়া বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান খেলবে রোববার রাতে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বাবর আজমদের ভারতে বিশ্বকাপ খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। তবে, তারা নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন তুলেছে। বিশেষ করে পাকিস্তান ক্রিকেট দল যে সব ভেন্যুতে খেলবে তা নিয়ে কিছু প্রশ্ন তোলা হয়েছে। সাত বছর পরে কোনো পাক ক্রিকেট দল ভারত সফরে যাচ্ছে। এর আগে ২০১৬ সালে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল টি-টোয়েন্টি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিয়েছিল। অনেকদিন পরে পাক সিনিয়র দল ভারতের মাটিতে খেলবে। যে সব ভেন্যুতে পাকিস্তানের খেলা সেখানে সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে মাথাব্যথা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তারা চেয়েছিলো পাকিস্তানের খেলা হোক কলকাতা ও চেন্নাইতে। দু রাজ্যের অসাম্প্রদায়িক মানসিকতা পছন্দ পাক দলের।

কিন্তু, ভারতে তাদের বিশ্বকাপ খেলতে হবে এই দুটি ভেন্যু ছাড়াও অন্য ভেন্যুতে। তাই নিয়ে চিন্তায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।