মির্জা ইমতিয়াজ শাওন::
চট্টগ্রামে টানা অব্যহত রয়েছে, গত একদিনে ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে বেশ কিছু রাস্তাঘাট। নগরীর বাসা-বাড়িতেও ঢুকে পড়েছে নোংরা পানি। ফলে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে নগর বাসীদের।
রোববার (৬ আগস্ট) আবহাওয়া অফিসে তরফে জানিয়েছে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা দপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন,, ‘এই অঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে পাহাড় ধ্বসের আশঙ্কাও রয়েছে।’
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, মতিঝর্ণা, বাটালী হিল, ফিরোজ শাহ, আকবর শাহ এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বহু লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্যদেরও সরে যেতে বলা হয়েছে।
নগরীর চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, বাদুরতলা, বাকালিয়া ডিসি রোড, কেবি আমান আলী রোড, আগ্রাবাদ, হালিশহর, চান্দগাঁও, কাতালগঞ্জ, দেওয়ান বাজার ও শুলকবহরসহ অধিকাংশ নিচু এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। দেখা গেছে রাস্তার পাশের নর্দমা থেকে উপচে পড়া নোংরা পানি মাড়িয়ে বাধ্য হয়ে চলাচল করছেন পথচারীরা।
এসব এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। দোকানিরা জানান, বৃষ্টির পানি দোকানে ঢুকে যাওয়ায় জিনিষপত্র নষ্ট হচ্ছে। তাদের বহু টাকার মালামাল এরি মাঝে নষ্ট হয়ে গেছে বলে দাবী করেছেন একাধিক ব্যবসায়ী। তারা বলেন নগরীর নিম্নাঞ্চলের বেশির ভাগ মার্কেটের নিচতলায় থাকা দোকানে নোংরা পানি ঢুকে দোকানের মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এ তাদের আর্থিকভাবে ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
ছবি: সংগৃহীত