শফিউল আলম,সংবাদদাতা রাউজান: ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতে রাউজানের বিস্তিন্ন এলাকা প্লাবিত রোপন করা আমন ধানের চারা ও বীজতলা পানিতে তলিয়ে গেছে । গত কয়েক দিনের টানা ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে রাউজানের হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা, গজৃনিয়া, ডাবুয়া ইউনিয়নের লাঠিছছড়ি, পশ্চিম ডাবুয়া, রামনাথ পাড়া কেইকদাইর, দক্ষিন হিংগলা, হাসান খীীল, রাউজান পৌরসভার ঢেউয়া পাড়া, হাজী পাড়া, সাপলঙ্গা, ছত্রপাড়া, বড়বাড়ীী পাড়া, নন্দী পাড়া, শরীীফ পাড়া, সুলতানপুর ছিটিয়া পাড়া, বেরুলিয়া, সুলতানপুর কাজী পাড়া, বণিণক পাড়া, পশ্চিম সুলতানপুর, পুর্ব গহিরা,গহিরা মোবারক খীল,দক্ষিন গহিরা, চিকদাই ইউনিয়নের দক্ষিন সর্তা, পাঠান পাড়া, সন্দ্বীপ পাড়া, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতায়ালী ঘোনা, নোয়াজিশশপুর ইউনিয়নের ফতেহ নগর, নদীম পুর, বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা, জাম্বইন, ইদিলপুর, পশ্চিম বিনাজুরী, ৭নং রাউজান ইউনিয়নের মোহাম্মদ পুর, মঙ্গলখালী, খলিললাবাদ, পশ্চিম রাউজান, কেউটিয়া, কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর, পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী, বদুপাড়া, দেওয়ান পুর, মহামুনি, পুর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা, আধারমানিক, হোয়ারা পাড়া, বড়ঠাকুর পাড়া, পশ্চিম আধার মানিক, সাতবাড়িয়া, পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই, ডোমখালী, কাগতিয়া, কাসেম নগর, গোলজার পাড়া, বদুমুন্সি পাড়া সরকার পাড়া, মীীরধার পাড়া, উরকিরচর ইউনিয়নের মীীরা পাড়া,মইশকরম, আবুর খীল, খলিফার ঘোনা, উরকিরচর, হার পাড়া, সওদাগার পাড়া, মইশশকরম, সার্কদা, নোয়াপাড়া ইউনিয়নের মোকামীী পাড়া কচুখাইন, উভলং, ঝিকুটি পাড়া, পালোয়ান পাড়া, গরিবুল্ল্রাহ পাড়া, সামমাহলদার পাড়া, পশ্চিম নোয়াপাড়া, বাগোয়ান ইউনিয়নের গশ্চি, পাচখাইন, কোয়ে পাড়া এলাকা সমুহের বাসিন্দ্বাদের বসতবাড়ী, ফসলী জমি, সড়ক, ব্যবসা প্রতিষ্টান, শিক্ষা প্রতিষ্টান বন্যার পানিকে প্লবিত হয়ে পড়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে হাফেজ বজুলুর রহমান, সড়ক সহ বিভিন্ন সড়ক ডুবে যায়।্ রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন,ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানি, জোয়ারের পানিতে সব্জি ক্ষেতের ক্ষতি হয়েছে। আমন ধানের রোপন করা চারা ও বীজতলা ক্ষতি হওয়ার আশংকা রয়েছে।
বাড়ি আমাদের চট্টগ্রাম শহর থেকে দূরে রাউজানের বিস্তিন্ন এলাকা প্লাবিত রোপন করা আমন ধানের চারা ও বীজতলা পানিতে...