টানা বর্ষনে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

কাপ্তাই প্রতিনিধি: কয়েকদিনের টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। ফলে সচল হয়ে উঠেছে কেন্দ্রের সবক’টি ইউনিট। কেন্দ্রের ৫টি ইউনিট থেকে বর্তমানে মোট ১শ’ ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ( ৬ আগস্ট, সকাল ১০ টায়) ৯০ দশমিক ৬০ ফুট মীনস সী লেভেল (এমএসএল)। কিন্তু হ্রদে পানি আছে ৮২ দশমিক ৯০ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদে পানি ধারন ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহেরের সাথে রবিবার (৬ আগস্ট) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট সচল রয়েছে। ৫টি ইউনিট থেকে বর্তমানে ১শ’ ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এরমধ্যে রবিবার সকাল ১০ টা পর্যন্ত ১ নং ইউনিট থেকে ৩৩ মেগাওয়াট, ২ নং ইউনিট থেকে ৩২ মেগাওয়াট, ৩ নং ইউনিট থেকে ২৬ মেগাওয়াট, ৪ ও ৫ নং ইউনিট থেকে প্রতিটিতে ২২ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। পানির পরিমান বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে এবং উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন হচ্ছে বলে তিনি জানান। উল্লেখ্য, গত দেড় মাস আগেও পানির অভাবে সচল থাকা সত্ত্বেও কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি বন্ধ ছিল। তখন ১টি ইউনিটে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো।