দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস

নারী ফুটবল বিশ্বকাপ
২০১৯ ফিফা উইমেন’স ওয়ার্ল্ডকাপের রানার্সআপ নেদারল্যান্ডস। চলতি আসরেও দ্যুতি ছড়াচ্ছে ডাচরা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ওরেঞ্জিরা। আজ সিডনির আলিয়াঞ্জ স্টেডিয়ামে উইমেন’স ওয়ার্ল্ডকাপের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারায় নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে দারুণ এক কীর্তি গড়ে ডাচরা।

ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। গোলটি করেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার জিল রুর্ড। ৬৪তম মিনিটে ২-০ গোলের জয় নিশ্চিত করেন জুভেন্টাসের ডাচ ফরোয়ার্ড লিনেথ বেরেনস্টেইন।

মেয়েদের ফুটবল বিশ্বকাপে এটি ছিল নেদারল্যান্ডসের ১০ম জয়। বিশ্বকাপের ইতিহাসে দশম দল হিসেবে এই কীর্তি গড়লো ডাচরা। ১৫ ম্যাচে এই সংখ্যক জয় পেলো নেদারল্যান্ডস। ওরেঞ্জিদের চেয়ে কম ম্যাচ খেলে ১০ জয়ের কীর্তি রয়েছে শুধু যুক্তরাষ্ট্র এবং নরওয়ের।

দুই দলই ১২ ম্যাচে ১০ জয়ের কোঠা স্পর্শ করেছিল।
ফিফা উইমেন’স ওয়ার্ল্ডকাপে নিজেদের শেষ ১১ ম্যাচের মাত্র একটি ম্যাচ হেরেছে নেদারল্যান্ডস। ৯ জয় এবং ১ ড্র। প্রতিযোগিতাটিতে নিজেদের শেষ সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই কোনো গোল খায়নি ওরেঞ্জ গার্লরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে এনিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ম্যাচ খেলে শতভাগ জয় পেলো নেদারল্যান্ডস। তাছাড়া মেয়েদের বিশ্বকাপে আফ্রিকার দুই দলের মোকাবিলায়ও শতভাগ সাফল্য পেলো ডাচরা। ২০১৯ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে ক্যামেরুনকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল নেদারল্যান্ডস।

আগামী ১১ই আগস্ট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। শেষ ষোলোয় সুইজারল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে কোয়ার্টারের টিকিট পায় স্প্যানিশরা।