‘দমন-পীড়ন ও গ্রেপ্তার-মামলা দিয়ে বিএনপির আন্দোলন থামানো যাবে না’

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক সাংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। তিনি গতকাল রাতে উৎবাতুল বারী আবু, তারেকুল ইসলাম তারেকের কুমিল্লাস্থ বাসায় যান এবং মামলার বর্তমান পরিস্থিতি এবং পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। তাদের স্ত্রী- সন্তান, বাবা-মা সহ উপস্থিত পরিবারের সকলের সাথে কথা বলে তার মামলা ও সার্বিক বিষয় তদারকি এবং সকল বিষয়ে তাদেরকে সহায়তা করার আশ্বাস দেন। এসময় তিনি বলেন, আমরা উচ্ছৃঙ্খল রাজনীতি করি না।

আওয়ামী লীগ জানে জনগণকে যদি ভোট দিতে দেওয়া হয় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না। তাই তারা রাতের অন্ধকারে ভোট সেরে নেয়। তারা মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। তবে আর নয়, আমরা আর দমে থাকবো না। আমাদেরকে আর দাবায়ে রাখা যাবে না। বিএনপিকে দমন-পীড়ন ও গ্রেপ্তার করে মিথ্যা মামলায় দিয়ে আন্দোলন থামানো যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

এসময়ে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাবেল, আখতার হোসাইন -প্রস্তাবিত সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, ইউসুফ আলী মীর পিন্টু প্রস্তাবিত লালমাই উপজেলা বিএনপির সদস্য সচিব, সদর দক্ষিণ উপজেলা যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, যুবদল নেতা ফিরোজ, সবুজ, বাশার, বাহার মজুমদার মহানগর যুবদল নেতা হুমায়ুনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।