পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বললেও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

ইমরানের মামলাপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা মামলাকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। দ্য নিউজ এ বিষয়ে ইমেইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য চায়। জবাবে তারা বলে, ইমরান খান ও পাকিস্তানের অন্য রাজনীতিকদের বিরুদ্ধে মামলা তাদের অভ্যন্তরীণ বিষয়। এতে আরও বলা হয়, দেশটিতে এবং বিশ্বের অন্য স্থানগুলোও গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে যুক্তরাষ্ট্র রয়েছে এমন অভিযোগকে যুক্তরাষ্ট্র ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

তোষাখানা মামলায় শনিবার পাকিস্তানি আদালত ইমরান খানকে তিন বছরের জেল দিয়েছে। সঙ্গে এক লাখ রুপি জরিমানা করেছে। রায় হওয়ার পরপরই তাকে লাহোরে জামান পার্কে অবস্থিত বাড়ি থেকে দ্রুত গ্রেপ্তার করে পাঠানো হয় কোট লাখপাত জেলে। ফলে এ বছর আরও পরে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা তা থেকে ইমরান খানকে বাইরে রাখা হচ্ছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। আইন অনুযায়ী কোনো ফৌজদারি অপরাধে কোনো ব্যক্তি অযোগ্য ঘোষিত হলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।

আগামী ৯ই আগস্ট পার্লামেন্ট ভেঙে দেয়ার কথা।