জাহেদ কায়সার: শনিবার (৫ আগস্ট) সকাল থেকে আবার ভারি বর্ষণে বন্দর নগরীর চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও অলি-গলি। কোথাও কোথাও জমে গেছে হাঁটু থেকে কোমর সমান পানি। ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় পানি সরতে না পেরে অনেক ঘর ও দোকানপাটের ভেতর পানি ঢুকে গেছে। গৃহবন্দী হয়ে পড়ে কর্মমুখি মানুষেরা। ফলে বেশ বিপাকে পড়ে কর্মজীবিরা । বিশেষ করে গার্মেন্টস কর্মীদের কর্মস্হলে যাওয়া আসাতে বেশ ভোগান্তিতে পড়তে হয়। সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর কে দেখা যায় রিক্সা ছড়ে আফিসে যেতে। টানা তিন দিনের বৃষ্টিতে আগ্রাবাদ, হালিশহর , চান্দগাঁও, বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট, বাস টার্মিনাল, ডিসি রোড, কাপ্তাই রাস্তার মাথা, খাজা রোড, মিয়াখান নগর, প্রবর্তক মোড়, চাক্তাই, খাতুনগঞ্জ সহ আনেক একটা পানিতে তলিয়ে গেছে । এদিকে দেশের সর্ব বৃহৎ পাইকারি বাজার চাক্তাই – খাতুনগঞ্জ বৃষ্টি ও জোয়ারের পানিতে সয়লাব হয়ে গেছে । অনেক দোকান ও গুদামে পানি ডুকে পড়ে । চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার ও সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন,শুক্রবার ৫ ঘণ্টা পানিবন্দী ছিলেন তারা। দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত পানি নামেনি। ৫টার পর ধীরে ধীরে নামতে শুরু করে। গত বৃহস্পতিবার চাক্তাই খালে স্থাপিত স্লুইস গেটের কপাট বন্ধ থাকায় কারণে চাক্তাই-খাতুনগঞ্জে জলাবদ্ধতার সমস্যা হয়নি। কিন্তু গতকাল সম্ভবত স্লুইচ গেট খোলা ছিল। যে কারণে বিকাল ৫টার পরেও সড়কে পানি ছিল। কোন কোন সড়কে আড়াই ফুট পর্যন্ত পানি জমে। জোয়ারের পানি থেকে রক্ষা পেতে দোকান এবং গোডাউনের সামনে যে পাকা দেয়াল তুলেছে পানির উচ্চতা তার চেয়ে বেশি হয়েছে। যেকারণে খাতুনগঞ্জের দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাধ তঞ্চঙ্গ্যা বলেন, লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বৃষ্টি হচ্ছে। জানা যায় , চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে ১০ হাজার ৯২১ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে তিনটি সংস্থা। প্রায় পাঁচ বছর ধরে প্রকল্পগুলোর কাজ চলছে। এ সময়ে প্রকল্পের বিভিন্ন কাজে ৪ হাজার ৩৩৯ কোটি টাকা খরচ হয়েছে। এরপরেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী। ভারী বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এই পরিস্থিতির জন্য পরস্পরকে দায়ী করে দায় সারছে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
বাড়ি আমাদের চট্টগ্রাম টানা বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম, জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী