২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ৫ আগস্ট ২০২৩ বেলা ১১:৩০ টা থেকে ১২:৩০ টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুনার দে ভর্তি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এসময় কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার চবি কো-অর্ডিনেটর চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার চট্টগ্রাম অঞ্চলের কো-অর্ডিনেটর চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফ আলী বিশ্বাস, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নূরুল আবছার খাঁন, ভেটেরিনারী মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান, চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম জেলা প্রশাসন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা, হাটহাজারী উপজেলা প্রশাসন, ট্রাফিক প্রশাসন, রেলওয়ে প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।