কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের গুলিতে তিন ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে গোলাগুলিতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হালান বনভূমি এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে, এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার সেনাবাহিনী ও পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। সন্ধ্যা থেকে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। অভিযানের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে বিচ্ছিন্নতাবাদীরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। তুমুল গোলাগুলির মধ্যে সেনাবাহিনীর তিন সেনা নিহত হন। অভিযান এখনও চলছে বলে এক টুইটে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ১৫তম কোর। ওই টুইটে ১৫তম কোর বলেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুলগ্রামের হালানে ৪ঠা অগাস্ট অভিযান শুরু হয়। অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের একপর্যায়ে তিন সেনা আহত হন ও পরে মারা যান। তল্লাশি অভিযান চলছে।

ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে অভিযান জোরদার করা হয়েছে।