শফিউল আলম,রাউজান প্রতিনিধি: রাউজানে বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লরাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের অন্তত ৮টি গ্রামে সড়ক হাটু থেকে কোমড় পর্যন্ত পানির নিচে তলিয়ে যায়। কোনো কোনো এলাকায় হাট-বাজার, বাড়িঘর, দোকানপাট, সড়ক, বিদ্যালয়সহ বিভিন্নস্থাপনায় পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে। বৃষ্টি ও জোয়ারের পানিতে দুর্ভোগের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। তারা জানান, বৃষ্টি অব্যাহত থাকলে ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাবে। ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীসহ জনসাধারণ। এদিকে সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৮৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। এমন বৃষ্টি আগামী দুয়েকদিন স্থায়ী হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা। নদী ও সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত নেই উল্লেখ করে তিনি বলেন, বর্ষাকাল এবং মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, আমার ইউনিয়নের ৫টি ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এখনো পর্যন্ত বড় ধরণের ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। ছবির ক্যাপশনঃ রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় রাউজানে ১শত ৩৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয় শফিউল আলম, রাউজানঃ রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় রয়েছে ১শত ৮২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় । ১শত ৮২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১শত ৩৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক । ১শত ৩৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে কারো মৃত্যু হয় । অনেকেই অবসরে চলে যায় । সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষককের শুন্য পদ আর পুরন করা হয়নি । বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব পালন করে আসছে । বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্য্যহত হয়ে আসছে । রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ২০১৪ সাল থেকে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে । সহকারী শিক্ষক শামিমা আকতার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছে । স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামিমা আকতার বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই গত ২০১৪ সাল থেকে। স্কুলের প্রধান শিক্ষক নেই স্কুলের একজন শিক্ষক অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে রয়েছে । আমি সহ ৬ জন শিক্ষিকা স্কুলের ১‘শত ৭৮ জন শিক্ষার্থীকে প্রতিদিন পাঠদান দিতে হিমশিম হতে হচ্ছে । এ ব্যাপারে রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুসের কাছে ফোন করে জানতে চাইলে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস বলেন, রাউজানে ১শত ৩৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শশুন্য রয়েছে । ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকেরা । নতুন ভাবে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে রাউজানের ১শত ৩৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শুন্য পদ পুরন করা হবে ।
বাড়ি আমাদের চট্টগ্রাম শহর থেকে দূরে রাউজানে বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ