টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সের বিরুদ্ধে একটি মামলা ঠুকে দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। কনটেন্ট ব্যবহারের বিপরীতে লভ্যাংশ শেয়ার করতে রাজি না হওয়ায় কঠিন পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। বুধবার (২ আগস্ট) প্যারিসের এক আদালতে মামলাটি করা হয়।
এক বিবৃতিতে এএফপি জানায়, এক্স (সাবেক টুইটার) আমাদের কনটেন্ট ব্যবহার করে। তাদের সাইটে আমাদের কনটেন্ট কী পরিমাণ ব্যবহার করা হয়েছে আমরা তার একটি হিসাব চেয়েছি। তাদের সঙ্গে পাওনাবাবদ লেনদেন মিটমাট করতেই এটা চাওয়া হয়েছিল। কিন্তু তারা তা দিতে সম্মত হয়নি। তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ে একটি আইন করে। এতে বলা হয়, প্ল্যাটফর্মগুলোতে ব্যবহৃত কনটেন্টের জন্য সংবাদ সংস্থা বা গণমাধ্যমকে লভ্যাংশ দিতে হবে। এ আইনের আওতায় এক্সের বিরুদ্ধে মামলা করেছে এএফপি।
এক্স এএফপির মামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে এক পোস্টে এক্স’র মালিক ইলন মাস্ক বলেছেন, আমাদের প্ল্যাটফর্ম থেকে মানুষ তাদের সাইটে ঢুঁ মারে। এতে তাদের আয় হয়। আর এখন তারা বলছে, এ জন্য তাদের লভ্যাংশ দিতে হবে। ভারী অদ্ভুত!
মেটা, গুগল ও এক্সের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তি কোম্পানিগুলোর কারণে গণমাধ্যমের আয় কমেছে। বিজ্ঞাপন বাবদ প্রায় সব আয় প্রযুক্তি কোম্পানিগুলো নিয়ে নিচ্ছে। এ অবস্থায় গণমাধ্যমকে বাঁচাতে বিশ্বের বিভিন্ন সরকার নানা আইন করছে।
গত মাসে কানাডা সরকার বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য একটি আইন করে। এতে বলা হয়, সংবাদ সংস্থা বা গণমাধ্যমের কনটেন্ট ব্যবহার করার জন্য প্রযুক্তি কোম্পানিগুলোকে লভ্যাংশ প্রদান করতে হবে। ২০২১ সালে প্রায় একই ধরনের একটি আইন করে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার (১ আগস্ট) মেটার প্রতিষ্ঠান ফেসবুক ও ইনস্টাগ্রাম কানাডায় নিজেদের প্ল্যাটফর্ম থেকে সংবাদমাধ্যমে ঢোকা বন্ধ করে দেয়। সংবাদমাধ্যমকে লভ্যাংশ না দিতেই এ সিদ্ধান্ত নেয় তারা।
গত বছর গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ফ্রান্সের প্রকাশক ও সংবাদমাধ্যমগুলোর সঙ্গে একটি চুক্তি করে। এতে প্রযুক্তি কোম্পানিটি দেশটির প্রকাশক ও সংবাদমাধ্যমকে কীভাবে লভ্যাংশ দেবে তা নির্ধারণ করা হয়।