৯ই আগস্ট ভেঙে দেয়া হবে পাকিস্তানের পার্লামেন্ট!

মেয়াদ শেষ হওয়ার আগেই পার্লামেন্ট ভেঙে দেয়ার কথা জোটের শরিকদের জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আগামী ১২ই আগস্ট মধ্যরাতে জাতীয় পরিষদ নামে দেশটির পার্লামেন্টের চলতি মেয়াদ শেষ হবে। তার আগে ৯ই আগস্ট তা ভেঙে দেয়ার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জোটের শরিকদের উদ্দেশে দেয়া এক নৈশভোজে এ নিশ্চয়তা দেন তিনি। নির্ধারিত মেয়াদে পৌঁছানোর আগেই পার্লামেন্ট ভেঙে দিলে জাতীয় নির্বাচনের জন্য তারা ৯০ দিন সময় পাবেন। অন্যদিকে ১২ই আগস্ট স্বাভাবিক গতিতে পার্লামেন্টের মেয়াদ শেষ হলে নির্বাচন কমিশন নতুন নির্বাচনের জন্য সময় পাবে মাত্র ৬০ দিন। এ অবস্থায় শরিকদের উদ্দেশে নৈশভোজের আয়োজন করেন শেহবাজ। সেখানে নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন এমন কয়েকজন কর্মকর্তা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিরোধী দলীয় নেতার সঙ্গে আজ শুক্রবার পরামর্শ করবেন শেহবাজ শরীফ। এই শলাপরামর্শ দুই থেকে তিন দিনের মধ্যে শেষ হবে।

পার্লামেন্ট ভেঙে দেয়ার আগে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নামের বিষয়ে সরকার ও বিরোধী দলকে একমত হতে হবে।
তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন এবং পার্লামেন্ট ভেঙে দেয়া সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে গত মাসে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় পরিষদের সঙ্গে বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশের প্রাদেশিক পরিষদও ভেঙে দেয়া হবে। কিন্তু এই কমিটিতে পাঞ্জাবের বাইরে থেকে কোনো সদস্যকে রাখা হয়নি। কমিটির ৫ সদস্যই ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন)। তারা হলেন কেন্দ্রীয় মন্ত্রী ইসহাক দার, আহসান ইকবার। খাজা সাদ রফিক, সরদার আয়াজ সাদিক ও খাজা মুহাম্মদ আসিফ।