মণিপুর ফের অশান্ত, ২৩ জন গুরুতর আহত

কয়েকদিনের বিরতির পর ফের অশান্ত মণিপুর। ভারতের উত্তর পূর্বের এই রাজ্যটিতে দাঙ্গার নব্বইতম দিনে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটলো বিষ্ণুপুর অঞ্চলে।চূড়াইচাঁদপুরে নিহত ৩৫ জনের দেহ সমাহিত করার চেষ্টা হতেই একশো মণিপুরি রমণী সশস্ত্র অবস্থায় বাধার সৃষ্টি করে। এদের পিছনেই ছিলো পুরুষ বাহিনী। মেইতেই এবং কুকিদের নিরস্ত করার জন্যে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন কাঁদানে গ্যাস ব্যবহার করে। কিন্তু, তাতেও দমেনি দাঙ্গাকারীরা। ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন এর অস্ত্রভাণ্ডার লুণ্ঠিত হয় এই সময়ে অন্য একটি ঘটনায় পশ্চিম মণিপুরে সংঘর্ষ হয়। সেখানে মনিপুর রাইফেলস এর পক্ষে আইটিএলএফ এবং কোকোমি সম্প্রদায় এর কাছে শান্তি রক্ষার আবেদন জানিয়েও ফল হয়নি।