আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপহারলে বাদ, ড্র করলেই নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনালের টিকিট। জটিল সমীকরণ মেলানোর ম্যাচে মিশরীয় ক্লাব জামালেকের বিপক্ষে ম্যাচের ৮৭তম মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আল নাসর এফসি। খাদের কিনারায় থাকা দলকে উদ্ধার করেন ক্রিস্টিয়ানো রোনালদো। দারুণ এক হেডারে ম্যাচে সমতা ফেরান পর্তুগিজ সুপারস্টার। গড়েন অনন্য এক কীর্তি। আর আল নাসর পৌঁছায় আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে।
বৃহস্পতিবার রাতে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে জামালেকের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করে আল নাসর। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে আল নাসরের জার্সিতে অভিষেক হয় বায়ার্ন মিউনিখ ছেড়ে প্রো লীগে যোগ দেয়া সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানের।
ম্যাচের ৫৩তম মিনিটে এগিয়ে যায় জামালিক। পেনাল্টি থেকে গোলটি করেন মিশরীয় উইঙ্গার আহমেদ সাঈদ। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে আইভোরিয়ান ডিফেন্ডার ঘিশলেইন কোনানের ক্রসে দুর্দান্তে হেডে সমতাসূচক গোলটি করেন রোনালদো। এই গোলটি ছিল আল নাসরের হয়ে ক্রিস্টিয়ানোর ১৬তম এবং পেশাদার ক্যারিয়ারের ৮৪০তম গোল।
রোনালদোর বেশিরভাগ গোলই তার ডান পায়ে করা। ডান পা ছাড়াই রোনালদোর গোলের সংখ্যা এখন ৩০০। এই মাইলফলক ছুঁতে হেড, বাম পা এবং অন্যান্যভাবে গোল করেছেন রোনালদো।
৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্টে ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে কিং সালমান ক্লাব কাপ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলো আল নাসর। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ আটে পৌঁছেছে আল শাবাব।
কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে ম্যাচের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘নির্বাচিত হয়ে গেলাম। সাবাশ ছেলেরা।’ রোববার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর রাজা দি ক্লাসাব্লাঙ্কার বিপক্ষে খেলবে রোনালদো-মানেদের আল নাসর এফসি।