ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: ১৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে ঝড়ের বেগ

আরব সাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে। ঝড়ের বেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।

শনিবার (১০ জুন) সকালে ভারতের আবহাওয়া বিভাগের সবশেষ বুলেটিনে বলা হয়েছে, শেষ ছয় ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’।

স্থানীয় সময় শুক্রবার (৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এটি পূর্ব-মধ্য আরব সাগরের উপরে অবস্থান করছিল, যা ভারতের গোয়া থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিম, মুম্বাই থেকে ৬৪০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম এবং পোরবন্দরের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৬৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

বুলেটিনে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অতি প্রবল ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবে এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এছাড়াও পরবর্তী তিন দিনে আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ‘বিপর্যয়’।

ভারতের আবহাওয়া অধিদফতরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল থেকে পূর্ব-মধ্য আরব সাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য আরব সাগরে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার বেগে বাতাস বইবে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ১৫৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। সন্ধ্যায় ঝড়ের দাপট আরও বাড়বে।

সেসময় ঝড়ের বেগ কখনও কখনও ঘণ্টায় ১৬৫ কিলোমিটার ছুঁয়ে ফেলবে। অধিকাংশ সময় ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার বেগে ঝড় বইবে। আবার উত্তর-পূর্ব আরব সাগরের সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে ঝড় বইবে। দমকা হাওয়ার বেগ ৮০ কিলোমিটার হতে পারে।

এছাড়াও শনিবার পূর্ব-মধ্য আরব সাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য আরব সাগরে ঘণ্টায় ১৪৫-১৫৫ কিলোমিটার বেগে ঝড় হবে। যা কখনও কখনও ১৭০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। তবে এদিন সন্ধ্যা থেকে কিছুটা বেগ কমবে।