রুজিরার পর অভিষেকে তলব ইডির, তৃণমূল সাধারণ সম্পাদক জানালেন যাবেন না

রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় এর জেরা শেষ হতে না হতেই অভিষেক বন্দোপাধ্যায়কে ১৩ জুন জেরার জন্য নোটিশ পাঠালো ইডি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক কালিয়াগঞ্জে নব জোয়ার যাত্রার ফাঁকেই জানালেন-ইডি ডাকলেই যেতে হবে না কি? নয় ঘণ্টা চল্লিশ মিনিট ধরে তো অর্থহীন প্রশ্ন করবে। নবজোয়ার যাত্রা শেষ হবে পনেরো জুন। তারপর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে যাবো। তাই, ইডির ডাকে সাড়া দেয়া সম্ভব নয়। পঞ্চায়েত নির্বাচনের পরে ডাকুক, যতবার ডাকবে যাবো। কিন্তু, এখন যাওয়া সম্ভব নয়।

অভিষেক জানান যে, তাকে তলব করার নোটিশটি মমতা বন্দ্যোপাধ্যায় এর ঠিকানায় গেছে। এটিও ইডির বড় ত্রুটি।

এদিকে বৃহস্পতিবার অভিষেক পত্নী রুজিরা নারুলা বন্দোপাধ্যায়কে চারঘন্টা জেরা করে ইডি। জিজ্ঞাসাবাদের মূল বিষয়টি ছিল দুটি বিদেশি ব্যাংক একাউন্ট। এই একাউন্টের মাধ্যমে কয়লা পাচারের টাকা বিদেশে পাচার হয়েছে বলে ধারণা ইডির।

ভারত ও থাইল্যান্ড-এই দুই দেশের দৈত্ব নাগরিকত্বের অধিকারী রুজিরার মাধ্যমেই লেনদেন হয়েছে-এই সন্দেহেই তাকে জেরা।