বিএনপির পক্ষ থেকে লোডশেডিং বন্ধের দাবিতে প্রধান প্রকৌশলীর বরাবরে স্মারকলিপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে অব্যাহত লোডসেডিং বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর বরাবরে অদ্য সকাল ১১টায় আগ্রাবাদস্থ কার্যালয়ে  স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের পূর্বে এক সমাবেশে উত্তর জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, লোডসেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিল্পের উৎপাদনে ভীষণ ভাবে কমে গেছে। নেতৃবৃন্দ অবিলম্বে অব্যাহত লোডসেডিং বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।নেতৃবৃন্দ বলেন দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। আওয়ামী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে লুটপাট করছে। নেতৃবৃন্দ বলেন,দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে।যেকোন সময় শ্রীলংকার মত দেউলিয়া হয়ে যেতে পারে। নেতৃবৃন্দ বলেন, গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ককে বিদেশ থেকে ফিরিয়ে আনা ও অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য নেতা কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান। উক্ত সমাবেশে ও স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নূর মোহাম্মদ,ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, জেলা বিএনপির সদস্য কর্নেল আজিম উল্লাহ বাহার, এডঃ আবু তাহের, অধ্যাপক আজম খাঁন, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী,শাহীদুল ইসলাম চৌধুরী, আবু জাফর চৌধুরী, জাকির হোসেন,আজমত আলী বাহাদুর, এজাহার মিয়া, শফিউল আলম চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, আশরাফ উল্লাহ, হাসান চৌধুরী দীপু প্রমুখ নেতৃবৃন্দ।