১৩ বছর পর র‌্যাবের হাতে গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে দীর্ঘ ১৩ বছর পর গণধর্ষণ মামলার আসামী মো.করিম ড্রাইভার প্রকাশ হিরোইনসি করিম (৫৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৬ জুন) বিকেলে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে ৫ জুন তাকে হাটহাজারী পৌরসভার আব্বাসিয়া পুল নামক এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত করিম ড্রাইভার উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর এলাকার মৃত শুক্কুর কাজীর পুত্র। সে আইনশৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল। র‍্যাব জানায়, ভূক্তভোগী ভিকটিম এবং আসামি করিম ড্রাইভার পাশাপাশি বাড়িতে বসবাস করতেন। করিম প্রায় সময়ই ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখাত। ভিকটিমের পরিবার ও আসামির পরিবার পাশাপাশি হওয়ায় ভিকটিমের বাবা মা করিম ড্রাইভারের মাধ্যমে ভিকটিমের জন্য একটি স্বর্নের চেইন বানাতে দেয়। সেই সুবাদে ২০১০ সালে করিম স্বর্নের চেইন দেখানোর কথা বলে ভিকটিমকে ফুসলিয়ে মাইক্রোবাসে করে হাটহাজারী বাজারের দিকে নিয়ে আসে। পরবর্তীতে ভিকটিমকে স্বর্নের দোকানে না নিয়ে কৌশলে অপর আসামির সহায়তায় অপহরণ করে মানিকছড়ি থানাধীন গাছাবিল গ্রামের অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে আসামী করিম এবং তার সহযোগী রাতভর ভিকটিমকে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বর্ণিত আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেন। বিজ্ঞ আদালত বিচার কার্যক্রম চলাকালে উক্ত আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।