চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়: চবি উপাচার্য

বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্বিবদ্যালয় মঞ্জুরী কমিশনের সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনজমেন্ট প্রজেক্ট (হেকেপ সিপি-৪০২৩)-এর যৌথ উদ্যোগে ১০ ডিসেম্বর ২০১৮ তারিখ সকাল ১০.৩০ টায় চবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের লেকচার থিয়েটারে ‘ঐঊছঊচ-ঈচ ৪০২৩ : অপযরবাবসবহঃং চৎড়ংঢ়বপঃং ধহফ ঈযধষষবহমবং” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
মাননীয় উপাচার্য তাঁর ভাষণে উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, জীব বিজ্ঞান অনুষদের অন্তর্গত প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এ বিশ^বিদ্যালয়ের একটি অত্যন্ত সমৃদ্ধ বিভাগ। প্রতিষ্ঠার দিক থেকে উক্ত বিভাগ নবীন হলেও এ বিভাগের অর্জন অনেক। এ বিভাগের সম্মানিত শিক্ষক-গবেষকদের নিরন্তর জ্ঞান-গবেষণা এবং নব নব আবিস্কারের ফলে বিশ^ পরিমন্ডলে এ বিশ^বিদ্যালয়ের সুনাম অত্যন্ত উচুঁমার্গে সমাসীন হয়েছে এবং বিভিন্ন বিষয়ে সম্ভাবনার ক্ষেত্র তৈরিতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আধুনিক বিশে^র নব নব চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদের দরকার আধুনিক বিজ্ঞান মনস্ক গুণগত শিক্ষা। মাননীয় উপাচার্য এ লক্ষ্য অর্জনে সম্মানিত শিক্ষক-গবেষকবৃন্দ নিজেদের সক্ষমতা অর্জন এবং আধুনিক পাঠ দানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার আহবান জানান। প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-গবেষকবৃন্দের নিরবচ্ছিন্ন জ্ঞান-গবেষণার ফলে তাঁরা ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তাছাড়া শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে মাননীয় উপাচার্য ইতোমধ্যে এ বিশ^বিদ্যালয়ে বিশে^র সর্বপ্রথম ওচা৬ ল্যাব উদ্বোধন করেন। মাননীয় উপাচার্য বিশ^বিদ্যালয়ের এ সকল অর্জনকে ধরে রাখতে এবং এ বিশ^বিদ্যালয়কে বিশ^ মানের বিদ্যাপীঠে রূপান্তর করতে আমাদের শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের অধিকতর জ্ঞান-গবেষণায় ব্রতী হওয়ার আহবান জানান।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। চবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর হেকেপ সিপি-৪০২৩ এর এসপিএম ড. দ্বৈপায়ন সিকদার-এর সভাপতিত্বে এবং উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান-এর পরিচালনায় সেমিনারে কী-নোট উপস্থাপন করেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ নোমান। সেমিনারে উক্ত বিভাগের সভাপতি প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসানসহ উক্ত বিভাগের সম্মানিত শিক্ষক এবং শিক্ষাথীৃবৃন্দ উপস্থিত ছিলেন।